কারিগরি শিক্ষায় তত্ত্বীয় পড়াশুনার চেয়ে বাস্তব প্রয়োগে বেশি গুরুত্ব দেয়া হয়, যাতে করে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যায়। আর এ ক্ষেত্রে TMSS NGO পরিচালিত রংপুর জেলায় TMSS Polytechnic Institute, RK Road, Rangpur এগিয়ে যেখানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, বেকারত্ব দূরীকরণ, দ্রুত উপার্জনক্ষম করা এবং উদ্যোক্তা উন্নয়নের নিমিত্তে বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ নিম্নলিখিত টেকনোলজি সমূহে ২০২০-২১ সেশনে ভর্তি চলছে।
🔴 ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং:
1. কম্পিউটার
2. সিভিল
3. মেকানিকাল
4. ইলেকট্রিক্যাল
5. টেক্সটাইল
6. আর্কিটেকচার
2. সিভিল
3. মেকানিকাল
4. ইলেকট্রিক্যাল
5. টেক্সটাইল
6. আর্কিটেকচার
🔴 ভর্তির যোগ্যতাঃ এস.এস.সি/দাখিল/ভোকেশনাল/উন্মুক্ত পাশ, ন্যূনতম জিপিএ ২.০০।
(পাশের সনঃ ২০১১-২০২০)।
🔴 বিশেষ সুবিধাঃ
🔷 ছাত্রীদের জন্য ৫০% ছাড়।
🔷 দরিদ্র ও মেধাবীদের জন্য শতভাগ পর্যন্ত পিকেএসএফ এর সহায়তায় বৃত্তি প্রদান।
🔴 বিশেষ বৈশিষ্ট্য সমূহঃ
🔷 আধুনিক ল্যাব।
🔷 দক্ষ শিক্ষক মন্ডলি দ্বারা শিক্ষাদান।
🔴 অন্যান্য বৈশিষ্ট্য সমূহঃ
🔷 আন্তর্জাতিক মানের ল্যাব, পাঠাগার ও ওয়াই-ফাই যুক্ত ক্যাস্পাস।
🔷 নিজস্ব হোস্টেলে সুবিধা (ছেলে ও মেয়েদের অালাদা আলাদা হোস্টেল)।
🔷 দরিদ্র ও মেধাবীদের জন্য শতভাগ পর্যন্ত পিকেএসএফ এর সহায়তায় বৃত্তি প্রদান।
🔷 দক্ষ শিক্ষক মন্ডলি দ্বারা শিক্ষাদান।
🔷 নিজস্ব হোস্টেলে সুবিধা (ছেলে ও মেয়েদের অালাদা আলাদা হোস্টেল)।
TPI-R 2019 Textile Student Group Picture |
Comments
Post a Comment